সংবাদদাতা, বাঁকুড়াঃ- বড়জোড়ার রবার কারখানার পর বেলিয়াতোড়ে পুড়ে ছাই হয়ে গেল একটি মুরগী খামার। বেলিয়াতোড়ের ছান্দার গ্রাম পঞ্চায়েতের শালগ্রাম এলাকায়। মুরগী খামারের মালিক আশিষ দিয়াসী বলেন, “আমার সব মুরগী পুড়ে ছাই হয়ে গেল। গোটা পোলট্রি ফার্মটাই ভস্মীভূত। আমার রোজগারের সব পথ বন্ধ হয়ে গেল”। রবিবার ভোরের দিকে এলাকার বাসিন্দারা দেখেন দাউ দাউ করে জ্বলছে মুরগী খামার। এলাকাবাসীরা আগুন নেভানোর বিস্তর চেষ্টা করেও ব্যর্থ হন। রাজ্য দমকল পরিষেবার একটি ইঞ্জিন পরে আগুন আয়ত্বে আনে। দমকল সূত্রে জানা গেছে, দু’হাজার মুরগী আগুনে পুড়ে মরেছে।
শনিবার দুপুরে বড়জোড়ার হাট আসুড়িয়া গ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি রবার কারখানা। ভারতীয় রেলের জন্য রাবার প্যাড তৈরী করতো সংস্থাটি। কাজ চলাকালীন হঠাৎই আগুন কি ভাবে লাগল তার তদন্ত চলছে। দুর্গাপুর থেকে দমকলের ৪ টি ইঞ্জিন ঐ দিন আগুন নেভায়।