অনন্যা রায়, পুরুলিয়াঃ- প্রায় ৩০ কোটি টাকা খরচ করে ১০০ দিনের প্রকল্পে এক হাজারের বেশি পুকুর খোঁড়া হচ্ছে। কাজ শুরু হবে শনিবার থেকে। খরা প্রবন পুরুলিয়ায় জল সংকট মোকাবিলায় এই প্রথম এত বড় প্রকল্প হাতে নিয়েছে জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।
“শুধু পানীয় জল’ই নয়, ওই পুকুর গুলি সেচ, মাছ চাষের কাজেও ব্যবহার হবে। সামনেই আসছে গ্রীষ্মকাল। সে কথা মাথায় রেখেই শনিবারই আমরা কাজ শুরু করছি”, বললেন পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার। তিনি বলেন, “এ কাজের জন্য মোট ২৭ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কাটা হবে ১০৩২ টি পুকুর”।
জল সংকট বাঁকুড়া-পুরুলিয়ার মতো খরা প্রবন জেলা গুলির চিরদিনের সমস্যা। অতীতেও বিচ্ছিন্ন ভাবে কিছু পরিকল্পনা নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। জেলার ১০০ দিনের কাজের নোডাল অফিসার সুপ্রভাত চাটারজী বলেন, “নিছক পুকুর কাটা নয়। আমাদের আসল লক্ষ্য প্রকল্পের জলাশয় কে ঘিরে সেচ, মাছ চাষ, জলজ ফসল উৎপাদন। তাতে স্বনির্ভরতা, আয় সবই বাড়বে”।