সংবাদদাতা, দুর্গাপুর- সারা জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ছাত্র ছাত্রীদের সামিল করার লক্ষ্যে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটি ধারাবাহিক কার্যক্রম গ্রহন করা হয়েছে। ২৪/১/২৪, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম ও দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির উদ্যোগে নেপালিপাড়া হিন্দি হাই স্কুল ( উচ্চমাধ্যমিক) এর ব্যবস্থাপনায় স্কুলের অডিটোরিয়াম হলে থ্যালাসেমিয়া বাহক পরীক্ষা শিবির করা হয়েছে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থ্যালাসেমিয়া ইউনিট রক্ত সংগ্রহ করেছে। স্কুলের ১৮৯ জন ছাত্র ছাত্রী এই বাহক পরীক্ষা করিয়েছেন।
শিবির শুরুর পূর্বে উপস্থিত ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সচেতনতার পাঠ দিয়েছেন দুর্গাপুর থ্যালাসেমিয়া সোসাইটির গোপী রঞ্জন বসু,বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট এর কাউন্সিলর কাজরী কুশারী এবং স্কুলের প্রধান শিক্ষক জাতীয় শিক্ষক কলিমূল হক ।উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব রঞ্জন ব্যানার্জি, অরবিন্দ মাজি সহ অনান্য ব্যক্তি বর্গ। পশ্চিম বর্ধমান জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক সুজন চক্রবর্তী থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে সবার সাহায্য ও সহযোগিতা চেয়েছেন।