নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ নানা ভাষা, নানা মত নানা পরিধান/বিবিধের মাঝে দেখ মিলন মহান…কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা রচনার মধ্যে দিয়ে অখন্ড এই ভারতবর্ষের নানা ভাষা, নানা ধর্ম, নানা মতামতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। ১৩০ কোটির দেশ এই ভারতবর্ষের মতো এত বৈচিত্র্য আর কোনও দেশেই খুঁজে পাওয়া যায় না। আর সেই কারনেই কবিগুরু তার কবিতার মধ্যে দিয়ে তা ফুটিয়ে তুলেছিলেন। সত্যি বিচিত্র এই দেশে এত বৈচিত্র্য বোধহয় প্রাকৃতিক ঐশ্বর্যকেও হার মানায়। আর এহেন এই বৈচিত্র্যময় দেশে নানা মানুষের নানান মতামত, বিশ্বাস, আদর্শও যে ভিন্ন ভিন্ন হবে তা স্বাভাবিক। এমনই এক ব্যক্তির খোঁজ মিললো আসানসোলের জামুড়িয়ার নিঘা এলাকায়। স্থানীয় শিবমন্দিরের পুরোহিত আর্য প্রহ্লাদ গিরি। ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের সমর্থক না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ধভক্ত তিনি। দেশের বর্তমান প্রধানমন্ত্রী এমনই অন্ধভক্ত তিনি যে স্বামী বিবেকানন্দের পরেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্থান দিয়েছেন। আর আসন্ন লোকসভা নির্বাচনে ফের নরেন্দ্র মোদী যাতে জয়লাভ করে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন ভগবানের কাছে সেই প্রার্থনা জানিয়ে অন্নভোগ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অতএব যতদিন পর্যন্ত লোকসভা ভোটের জয়লাভ করে ফের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ না করছেন ততদিন পর্যন্ত অন্ন ও নুন মুখে তুলবেন না তিনি। তাঁর কথায়, ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের সমর্থক তিনি নন, কিন্তু নরেন্দ্র মোদীর একনিষ্ঠ ভক্ত তিনি, তিনি জানান, নরেন্দ্র মোদীই ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, দেশের অখন্ডতা রক্ষায় তাঁর কোনও তুলনা নেই। তাই এহেন মহান নেতাকে ফের প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করতে কৃচ্ছসাধণের অঙ্গীকার করেছেন তিনি। মন্দিরের পুরোহিত আর্য প্রহ্লাদ গিরি মহাশয়ের পরিবারের সদস্যদের বয়ান থেকে জানা গেছে, গত ২০১৪ লোকসভা নির্বাচনের সময়ও এই একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অন্নভোগ ত্যাগ করেছিলেন তিনি, এমনকি তাঁর মনস্কামনা যাতে পূর্ণ হয় তারজন্য দশদিন মৌনব্রতও পালন করেছিলেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে এতসব কিছু শুধুমাত্র নরেন্দ্র মোদীর জন্যই, কারণ দল হিসেবে বিজেপি তাঁর খুব একটা পছন্দের নয় বলেই জানিয়েছেন তিনি। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ধ ভক্ত তিনি, তাই সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচনের দিনে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে জেতানোর জন্যই বিজেপিকে ভোট দেবেন বলে জানালেন মন্দিরের পুরোহিত মহারাজ। এখানেই থেমে না থেকে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গেল তাঁর কথায়। তবে শেষ পর্যন্ত এই পন্ডিতের ইচ্ছা কতটা পূরণ হয় বা লোকসভা ভোটে ফের দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীকে দেখা যায় কিনা তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে জামুরিয়াবাসী।