নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ পুরুলিয়ার ঝালদার কুইরি পরিবারের পাহাড়ি কালীমন্দিরে তখন পূজো প্রায় শেষের দিকে, মন্দিরে পূজোর অনুষ্ঠানে তখন প্রচুর ভক্তের সমাগম। আচমকায় কোথা থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এল মৌমাছি। আর সেই মৌমাছির মারণ কামড়ে আক্রান্ত হলেন ১৪ জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা শহরের পাহাড়ি কালীমন্দির এলাকার। জানা গেছে, মন্দিরের সামনেই একটি পূর্নবয়স্ক গাছে চাক বেঁধেছিল মৌমাছির পাল। কোনও কারণবশত মৌমাছির ওই চাকে কোনও আঘাত লাগলে এক ঝাঁক মৌমাছি উড়ে গিয়ে স্থানীয় ওই মন্দিরে প্রার্থনারত মানুষের ওপর হামলা চালায়। মৌমাছির বিষাক্ত হুলে জখম হন প্রায় ১৪ জন। ঘটনার পর তাদের সকলকেই ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ভর্তি করা হয়েছে ওই স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে, দূরন্ত গতিতে নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাজ্য সড়কে উল্টে গেল একটি চারচাকা গাড়ি। ঘটনা রাঁচি-পুরুলিয়া রাজ্য সড়কের বানধডি গ্রাম এলাকার। জানা গেছে, সোমবার ঝাড়খণ্ডের বোকারো এলাকার বাসিন্দা ওই গাড়ির চালক নারায়ণ সিং পুরুলিয়া থেকে রাঁচির দিকে যাওয়ার সময় দ্রুত গতিতে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাজ্য সড়কের উপরে প্রথমে একটি দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা মারে, এরপর রাস্তার পাশে বাতিস্তম্ভে ধাক্কা মেরে বাড়ির ছাউনি ভেঙে রাস্তায় চার পালটি মেরে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে মুচড়ে গেলেও সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান গাড়ির চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়।