নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বর্ধমানের খাগড়াগড় কান্ডের ছায়া এবার পুরুলিয়ায়। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা ভোটের পরের দিনই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পুরুলিয়া জেলার বাগমুন্ডি থানার হুরুমদা গ্রাম। ঘটনায় মৃত্যু হয়েছে ছয় বছরের এক শিশুর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পুরুলিয়া জেলায়। জানা গেছে, সোমবার রাতে আচমকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে হুরমুদা গ্রাম। এলাকাবাসীদের বয়ান অনুযায়ী, বিস্ফোরণের তীব্র আওয়াজন শুনে আতঙ্কে তারা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন ওই গ্রামের বাসিন্দা মহরাম মোমিনের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। ধোঁয়ায় ঢেকে গেছে বাড়ির চারপাশ। বিস্ফোরণের জেরে মহরাম মোমিনের ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে। গ্রামবাসীদের দাবি, গত রবিবার লোকসভা ভোটে এলাকায় অশান্তি সৃষ্টি করতে বাড়িতে বোমা মজুত করে রেখেছিল ওই ব্যক্তি। সেই বোমায় বল ভেবে খেলতে গিয়ে সেটি আচমকায় ফেটে যাওয়ায় এই বিপত্তি। যদিও গ্রামবাসীদের এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য জসিমউদ্দিন মোমিন। তার পাল্টা অভিযোগ, ঘটনাটিকে রাজনৈতিক রঙ লাগিয়ে তৃণমূলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বিজেপি| বোমা বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করেছেন পুরুলিয়ার জেলাশাসকও। কিন্তু প্রত্যক্ষদর্শীরা তাদের মতামত থেকে সরে আসেন নি। যদিও ঘটনার পর খাগড়াগড় কান্ড থেকে শিক্ষা নিয়ে বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে পুলিশ। মঙ্গলবার বিকেলেই ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা থেকে আসা সিআইডির একটি প্রতিনিধিদল। যদিও ঘটনার পর রাতের অন্ধকারেই মৃত শিশুর দেহ সমেত এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত মহরাম মোমিন ও তার পরিবার। গোটা বাড়িটিকে ঘিরে তদন্ত শুরু করেছে সিআইডি।