নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়াঃ দোল পূর্ণিমার সময় এলেই লাল রংয়ে সেজে ওঠে পুরুলিয়া জেলা। কারণ এই এক জেলা যেখানে প্রত্যেক বছর দোল পূর্ণিমার সময় এলেই গোটা জেলা সেজে ওঠে পলাশের রঙ্গীন আভায়। দেখে মনে হয় কোনও শিল্পীর রং-তুলির ছোঁয়ায় রাতারাতি রক্তাভ হয়েছে পলাশের দেশ পুরুলিয়া। পলাশ ফলের এহেন বিশাল সমাহারের জন্য পুরুলিয়া জেলা পলাশের দেশের তকমা পেয়েছে। আর এহেন পলাশের দেশে পলাশ ফুলের রস থেকে দোল পূর্নিমার আবির তৈরী হবে না তা হতেই পারে না। কিন্তু এবছর একটু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা প্রশাসন। পলাশ ফুলের নির্যাস থেকে অর্গানিক আবির তৈরীর কাজে এবার যুক্ত করা হয়েছে স্বনির্ভরদলের মহিলা ও কন্যাশ্রী কিশোরীদের। মূলত তাদের সাহায্যে দোল পূর্ণিমার প্রাক্কালে সুগন্ধী আবির তৈরীর কাজে মেতে পুরুলিয়া জেলার মহিলারা। শুধু পলাশ ফুলই নয়, গাঁদা, নীমপাতা, বীট এবং সেইসঙ্গে সিলিকন পাউডার মিশিয়ে সুগন্ধী ও প্রাকৃতিক উপায়ে আবির তৈরীর কাজ চলছে পুরোদমে। বর্তমানে মানুষ আগের তুলনায় স্বাস্থ্য সম্পর্কে অনেকটাই সচেতন হয়ে যাওয়ায় রাসায়নিক উপায়ে তৈরী আবির, পেন্ট রং দিয়ে হোলি খেলতে তেমন আগ্রহী নন, তার চেয়ে অর্গানিক আবিরের দিকেই বর্তমানে মানুষ বেশি ঝুঁকছেন। তাই পুরুলিয়া জেলার এই অর্গানিক আবিরের চাহিদাও প্রচুর। বর্তমানে ত্রিশ জন কন্যাশ্রী ও ত্রিশজন স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে বলরামপুর ব্লকে চলছে আবির তৈরীর কাজ। আবির প্রস্তুতকারকদের বক্তব্য, এই আবির সকলেই ব্যবহার করতে পারবেন, এই আবির ব্যবহারে শারীরিক কোনও ক্ষতি হয় না।