সংবাদদাতা, অন্ডালঃ- রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা ও মিশন নির্মল বাংলা প্রকল্পের বিস্তারিত তথ্য জানতে চেয়ে বিডিওর কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ মহিলা সমিতি। বৃহস্পতিবার অন্ডাল সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি দেন তাঁরা। বেলা সাড়ে তিনটে থেকে বেশ কিছুক্ষণ সময় মহিলা সমিতির সদস্যরা বিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখান। পরে তাদের একটি প্রতিনিধি দল বিডিও ঋত্বিক হাজরার কাছে স্মারকলিপি দেন। সংগঠনের নেত্রী মঞ্জু বোস জানান সরকারি প্রকল্পে দুর্নীতি ও স্বজনপোষণের একাধিক অভিযোগ ও তথ্য আমাদের কাছে রয়েছে। তাই ব্লকের ছ টি পঞ্চায়েত এলাকায় বাংলা আবাস যোজনা ও মিশন নির্মল বাংলা প্রকল্পে কত জন উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে এখন পর্যন্ত কতজন প্রকল্পের সুবিধা পেয়েছে তাঁর বিস্তারিত তথ্য জানতে চেয়ে আমরা বিডিওর কাছে স্মারকলিপি দিলাম। তিনি জানান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও।
প্রকল্পের তথ্য জানাতে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ মহিলা সমিতি
RELATED ARTICLES