eaibanglai
Homeএই বাংলায়মণিপুরকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠছে দুর্গাপুর আসানসোল

মণিপুরকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠছে দুর্গাপুর আসানসোল

সংবাদদাতা, দুর্গাপুর ও আসানসোলঃ- সম্প্রতি মণিপুরে দুই মহিলার উপর প্রকাশ্যে বর্বরোচিত ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে উত্তাল দেশের রাজনীতি। ওই অমানবিক ঘটনার প্রতিবাদে সরব হয়েছে দেশবাসী। পাশাপাশি ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে চলছে বিক্ষোভ, মিছিল সহ নানা প্রতিবাদ কর্মসূচি। বাদ পড়েনি পশ্চিম বর্ধমান জেলাও। জেলার আসানসোল ও দুর্গাপুর দুটি শিল্প শহরেই চলছে মণিপুর কাণ্ডের প্রতিবাদ।

বৃহস্পতিবার মণিপুর সহ সর্বত্র মহিলাদের প্রতি অমানবিক ও পাশবিক আচরণ বন্ধের দাবিতে পশ্চিম বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের সিটিসেন্টার বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। যেখানে ওই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে দায়ী করে সরব হন মহিলা কংগ্রেসের সদস্যরা। পাশাপাশি এদিন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পথে নেমে মণিপুরকাণ্ডের প্রতিবাদে জানায়। কলেজ গেটের সামনে একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে ও কেন্দ্রের শাসকদল বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে কলেজ গেটে সাধারন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

দুর্গাপুরের পাশাপাশি আসানসোলেও মণিপুরকাণ্ডের প্রতিবাদে একাধিক কর্মসূচি সংগঠিত হয়। এদিন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আদিবাসী মহিলা কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আসানসোলের মহকুমাশাসকের অফিসে বিক্ষোভ দেখানো হয়। আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল করে মহকুমা শাসকের অফিসে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ শেষে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপিও দেন তারা। এর পাশাপাশি গতকাল সন্ধ্যায় মণিপুরকাণ্ডের প্রতিবাদে পথে নামে “প্রমীলা ব্রিগেড” নামে অরাজনৈতিক একটি সংগঠেনর সদস্যরা। মুখে কালো কাপড় বেঁধে আসানসোলের রবীন্দ্র ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল করেন তারা। মিছিলটি ভগৎ সিং মোড় হয়ে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে শেষ হয়। এদিনের মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যে ঘটে চলা একাধিক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজ্য সরকারকেও ধিক্কার জানান প্রমীলা বাহিনীর সদস্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments