সোমনাথ মুখার্জি, অন্ডাল:- অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উখরায় এন আর সি ও ক্যাব এর বিরুদ্ধে মৌন মিছিল এর আয়োজন হয়েছিল বৃহস্পতিবার বিকাল ৪ টেয়। এই মিছিলে প্রায় শ খানেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক পা মেলালেন। মিছিল শুরু হয় উখরা ট্রেকার স্ট্যান্ড থেকে ও মিছিল শেষ হয় উখরা পুরাতন হাট তলায়। মিছিলের অগ্রভাগে ছিলেন তৃণমূল নেতা কাঞ্চন মিত্র, সরণ সাইগল, মিনতি হাজরা প্রমুখ। মিছিল শেষে পুরাতন হাট তলায় একটা সভাও করা হয়। এবিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।