সোমনাথ মুখার্জি, পান্ডবেস্বরঃ- শুক্রবার সকাল থেকে পান্ডবেস্বরের জোয়াল ভাঙা মোড়ের কাছে রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। ফলে ব্যাপক যানজট তৈরী হয়। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ঝাঁজরা,কুমার ডিহি এ বি পিট কলিয়ারির কয়লাবোঝায় লরিগুলি বেপরোয়াভাবে যাতায়াত করে। ফলে নিটাইডিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটে রাস্তায়। বার বার ইসি এলের আধিকারিকদের লিখিত ভাবে জানিয়েও কোনও কাজ হয় না, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের একাংশের।
তাই রাস্তা মেরামতের দাবীতে আজ সকাল থেকে পান্ডবেস্বর-দুর্গাপুর রাস্তা অবরোধ করে স্থানীয়রা। জয়ালভাঙা মোড়ে রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই দিকে ব্যাপক যানজট সৃষ্টি হয়। অবশেষে ঘটনাস্থলে আসে পান্ডবেস্বর থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এক ই সি এলের আধিকারিক ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের কথা দেন আগামী পনের দিনের মধ্যে রাস্তা সারায়ের কাজ শুরু হবে। তবে প্রাথমিক ভাবে আজ থেকেই রাস্তা মেরামতি কাজ শুরু করা হয়।