নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়াঃ- অতিরিক্ত ভর্তি ফি নেওয়া কে কেন্দ্র করে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবক সহ ছাত্র ছাত্রীরা। এই ঘটনা বাঁকুড়ার তালডাংরা ব্লকের সোনাঝোর জুনিয়র হাই স্কুলের।
উল্লেখ্য চতুর্থ থেকে পঞ্চম শ্রেনীতে ভর্তি শুরু হয়েছে সোনাঝোর জুনিয়র হাইস্কুলে। এই স্কুলে ভর্তির জন্যে ফীজ নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অনুসারে ২৪০ টাকা ভর্তি ফীজ থাকলেও ৪০০ টাকা নেওয়া হচ্ছে অর্থাৎ ১৬০ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে পঞ্চম শ্রেনীতে ভর্তি হওয়া প্রত্যেক ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। এই অভিযোগের ভিত্তিতে স্কুলের ভিতরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আটকে বিক্ষোভ দেখান অভিভাবক সহ ছাত্র ছাত্রীরা । বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। অভিভাবকদের বক্তব্য এলাকার মানুষদের অবস্থা দিন আনে দিন খায়, তাই অতিরিক্ত ভর্তির জন্য টাকা দিতে সমস্যার সম্মুখীন হচ্ছে এর ফলেই তাদের এই বিক্ষোভ ও প্রতিবাদ। তবে এরপরও যদি অতিরিক্ত ভর্তি ফীজ নেওয়া হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলন করার হুঁশিয়ারিও দেন অভিভাবকরা।
তবে এই বিষয়ে প্রধান শিক্ষক জানান প্রত্যেক বছরই এই ফীজ নেওয়া হয়। এই বছরেও নেওয়া হচ্ছে। ভর্তি ছাড়াও স্কুল মেনটেনেন্স এবং স্কুলের পূজার জন্য। তবে অসুবিধা থাকলে অনেক সময় অভিভাবকদের সাথে ভর্তির টাকা নিয়ে সমঝোতাও করা হয়। তবে আজ এক অভিভাবক বিষয়টাকে নিয়ে অযথা ঝামেলার সৃষ্টির চেষ্টা করছে।