সংবাদদাতা, আসানসোল ও বাঁকুড়াঃ- একাধিক দাবিতে ও অভিযোগে বুধবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে রাজ্য জুড়ে কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে। তারই জেরে এদিন জেলায় জেলায় কর্মবিরতি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেন আশা কর্মীরা। সারা রাজ্যের পাশাপাশি এদিন বারাবনির কেলেজোড়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে বারাবনি ব্লকের আশা কর্মীরা বিক্ষোভ দেখায়। পাশাপাশি একটি স্মারকলিপি তুলে দেয় কেলেজোড়া স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচের হাতে।
আসানসোলের পাশাপাশি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আশাকর্মীরাও এদিন কর্মবিরতির ডাক দেয় ও বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন ইন্দাস হাসপাতালের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা।
আশা কর্মীরা জানান নিজেদের অধিকারের দাবিতেই এই আন্দোলনে নেমেছেন তারা। আশা কর্মীদের দাবিদাওয়া গুলির মধ্যে রয়েছে ন্যূনতম ২১হাজার টাকা বেতন। পাশাপাশি গত এক বছর যাবত ইন্সেন্টিভের টাকা ভাগে ভাগে পাঠানো ও তা ঠিকমত না পাওয়ার অভিযোগ করেছেন আশাকর্মীরা। তাছাড়া অতিরিক্ত কোনো পারিশ্রমিক ছাড়াই রুটিন কাজের বাইরেও অতিরিক্ত বহু কাজ প্রতিনিয়ত সমস্ত আশা কর্মীদের করতে হচ্ছে বলেও দাবি বিক্ষোভরত আশাকর্মীদের। অবিলম্বে তাদের দাবিদাওয়া পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভরত আশাকর্মীরা।