eaibanglai
Homeএই বাংলায়সহস্রাধিক দুস্থ ব্যক্তির হাতে নতুন বস্ত্র তুলে দিল 'বেঙ্গল প্রেস ক্লাব'

সহস্রাধিক দুস্থ ব্যক্তির হাতে নতুন বস্ত্র তুলে দিল ‘বেঙ্গল প্রেস ক্লাব’

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, পূর্ব বর্ধমান:- একদিকে আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট অস্থির পরিস্থিতি এবং অন্যদিকে ভয়াবহ বন্যা – একইসময়ে ঘটে যাওয়া দু’টি ঘটনার জন্য ওরা যথেষ্ট চিন্তিত ছিল। মনের মধ্যে একরাশ দুশ্চিন্তার কালোমেঘ ওদের ঘিরে ফেলে। এবার কি পুজোর সময় নতুন কাপড় জুটবে না? ঠিক তখনই ওদের সব দুশ্চিন্তা দূর করে গত ষোলো বছরের মত এবারও নতুন বস্ত্র নিয়ে ওদের পাশে এসে দাঁড়ালো বর্ধমান শহরের অন্যতম সাংবাদিক সংগঠন ‘বেঙ্গল প্রেস ক্লাব’।

২৯ শে সেপ্টেম্বর কার্যত সাত সকালে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে উপস্থিত হন ‘বেঙ্গল প্রেস ক্লাব’ এর সদস্যরা। একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি কাকলি তা গুপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ অচিন্ত্য মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা, তারক সাহা, রঞ্জিত সাহা, স্বরাজ ঘোষ, বিশিষ্ট আইনজীবী উদয় শংকর কোনার, রমেশ সিং সহ সংগঠনের প্রায় সমস্ত সদস্যদের উপস্থিতিতে বেঙ্গল প্রেস ক্লাবের পক্ষ থেকে একে একে ১০০১ জন দুস্থ সহনাগরিকের হাতে শারদীয়ার উপহার হিসাবে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুবই খুশি গরীব মানুষগুলি। আপ্লুত প্রবীণরা দু’হাত তুলে আশীর্বাদ করেন বেঙ্গল প্রেস ক্লাবের সদস্যদের। এ’দিন সঞ্জিত-সত্যব্রত-ইন্দ্রনীল মঞ্চে ক্লাবের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা বেঙ্গল প্রেস ক্লাবের মুখপত্র ‘জনমন’-এর উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন। প্রসঙ্গত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ‘বেঙ্গল প্রেস ক্লাব’ রক্তদান শিবিরের আয়োজন, হাসপাতালের রুগীদের মধ্যে ফল বিতরণ, বৃক্ষরোপণ সহ বিভিন্ন ধরনের সমাজসেবা মূলক ও জনহিতকর কাজ করে চলেছে। বারবার ওরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বেঙ্গল প্রেস ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে খোকন দাস বলেন, এটা দেখে খুব ভাল লাগছে আমাদের শহরের একটি সাংবাদিক সংগঠন তাদের দৈনন্দিন পেশার বাইরে এসে নিয়মিত জনহিতকর কাজ করে চলেছে। নাগরিক হিসাবে আমি ওদের জন্য গর্বিত। প্রেস ক্লাবের সভাপতি বিজয়প্রকাস দাস এবং সাধারণ সম্পাদক সৌগত সাঁই বলেন, সাংবাদিকরা সমাজেরই অংশ। সুতরাং সমাজের প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে। তাই আমরা বিভিন্ন সময় এইধরনের কাজ করে থাকি। অন্যদিকে প্রেস ক্লাবের আগামী কর্মসূচি সম্পর্কে ইঙ্গিত দিয়ে সংগঠনের অন্যতম সদস্য ঋষিগোপাল মণ্ডল বলেন, আগামী দিনে শহরের সমস্ত সাংবাদিক সংগঠনগুলি এক ছাতার তলায় নিয়ে এসে আরও বড় ধরনের সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments