সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -: তিনি আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। গুসকরা স্কুল মোড় সংলগ্ন এলাকায় তার একটি দলীয় কার্যালয় আছে। দলীয় কর্মীরা দলের নানান কাজে বিধায়কের সঙ্গে আলোচনা করার জন্য সেখানে নিয়মিত আসেন। জরুরি প্রয়োজনে সাধারণ মানুষও সেখানে আসেন। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে বিধায়কের কার্যালয়ের সামনে রাস্তাটি মেরামতের দাবি ওঠে। সেই দাবি মেনে রাস্তা ঢালাই করার কাজ শুরু হয়েছে। এখনো সেটা জমাট বাঁধেনি।এই সদ্য ঢালাই করা রাস্তা টপকে বিধায়কের কাছে পরিষেবা নেওয়া যথেষ্ট কষ্টকর।
পরিস্থিতি উপলব্ধি করে বিধায়ক নিজেই চেয়ার টেবিল নিয়ে কর্মীদের সঙ্গে বসে পড়লেন দলীয় কার্যালয়ের সামনের রাস্তার পাশে। সেখানে এসে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় পরিষেবা নিলেন। বিধায়কের এই উদ্যোগে সাধারণ মানুষ খুব খুশি।
সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন আউসগ্রাম-১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য্য, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক নির্মল কুমার ঘোষ, সুমন মুখার্জ্জী, রণিত ঘোষাল সহ অন্যান্য তৃণমূল কর্মীরা।
বিধায়ক বললেন, ঢালাই করা রাস্তা এখনো জমাট বাঁধেনি। ওই রাস্তা ধরে এলে সেটি নষ্ট হয়ে যাবে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নিজেই রাস্তার একধারে বসলাম। যাদের জন্য বিধায়ক হয়েছি তাদের পরিষেবা দিতে পেরে যথেষ্ট তৃপ্তি বোধ করছি।

















