জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান -: মাত্র কয়েকটা দিন পর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবসকে সফল করে তুলতে প্রতিটি জেলায় ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব সহ বিধায়ক ও অন্যান্যদের উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব নিয়ে আলোচনা সভা।
সম্প্রতি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের উপস্থিতিতে গুসকরায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে তুলতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সমগ্র আউসগ্রাম বিধানসভা এলাকা জুড়ে প্রাথমিক থেকে শুরু করে যতগুলি শিক্ষা প্রতিষ্ঠান আছে তার প্রতিটিতে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার। জানা যাচ্ছে আগামী ১২ ই আগস্ট থেকে এই মহতী কর্মসূচি শুরু হতে চলেছে। এমনকি এইদিন তারা বেশ কয়েকটি বৃক্ষরোপণ করে। আলোচনা সভায় উপস্থিত প্রত্যেকেই বৃক্ষরোপণের সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অভেদানন্দ থান্ডার, আউসগ্রাম-নং ১ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চ্যাটার্জী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি মল্লিকা চোংদার, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের সহ সভাপতি শান্তা প্রসাদ রায়চৌধুরী, প্রাক্তন ছাত্র নেতা প্রশান্ত গোস্বামী, গুসকরা পুরসভার ভাইস চেয়ারম্যান বেলী বেগম ও চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া – আমি আমার ইউনিটের সদস্যদের বৃক্ষরোপণ সংক্রান্ত অসাধারণ সিদ্ধান্তের জন্য গর্বিত।
তৃণমূল ছাত্র পরিষদের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে বিধায়ক বললেন – এটা সত্যিই খুব ভাল প্রস্তাব। যেহারে দূষণ বাড়ছে সেটা নিয়ন্ত্রণের জন্য বৃক্ষরোপণ অবশ্যই প্রয়োজন। আমি তাদের পাশে আছি। আমার ছোট ছোট ভাইবোনদের কাছে অনুরোধ, শুধু বৃক্ষরোপণ করেই যেন তারা থেমে যায়না, নিজ নিজ এলাকার বৃক্ষগুলি পরিচর্যার দিকেও নজর দেয়।





