eaibanglai
Homeএই বাংলায়সঙ্গীতজ্ঞ ও শিক্ষাব্রতী ব্রজেন্দ্রকুমার চক্রবর্তীর ৯৯ তম জন্মদিবস উদযাপন

সঙ্গীতজ্ঞ ও শিক্ষাব্রতী ব্রজেন্দ্রকুমার চক্রবর্তীর ৯৯ তম জন্মদিবস উদযাপন

নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমানঃ– ১লা মার্চ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার অন্তর্গত পারুলিয়া গ্রামের সুপ্রতিষ্ঠিত সংগীত শিক্ষাকেন্দ্র ও সমাজ কল্যাণ সংস্থা ‘আনন্দলোক’ এর প্রতিষ্ঠাতা প্রয়াত ব্রজেন্দ্রকুমার চক্রবর্তীর ৯৯ তম জন্মদিন পালন করা হলো। অবিভক্ত বাংলার পূর্ববঙ্গ থেকে ১৯২৬ সালে ছিন্নমূল অবস্থায় ব্রজেনবাবু পারুলিয়া অঞ্চলে এসেছিলেন। এই অঞ্চল তখন প্রায় জঙ্গলাকীর্ণ ছিল। এলাকার বন জঙ্গল কেটে মানুষের বাসযোগ্য করে তোলা, শিক্ষাকেন্দ্রর উন্নয়ন, সমাজকল্যাণে মানুষকে আগ্রহী করে তোলার পিছনে তাঁর মুখ্য ভূমিকা ছিল। বিশ্বভারতীর শান্তিনিকেতন থেকে প্রশিক্ষিত ব্রজেন চক্রবর্তী এই অঞ্চলকে সংগীত ও সুসংস্কৃতির আলোকে আলোকিত করে গিয়েছেন আমৃত্যু। পেশায় ছিলেন স্কুলশিক্ষক। পারুলিয়া তথা সন্নিহিত এলাকা ছাড়াও অদূরবর্তী নবদ্বীপ অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল তাঁর কর্মকাণ্ড।

আনন্দলোকের নিজস্ব প্রাঙ্গনে প্রায় অনাড়ম্বর কিন্তু গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও অন্যান্য গীতিকারদের রচিত সংগীত পরিবেশন করলেন- কৃষ্ণদ্বৈপায়ন চক্রবর্তী, গোবিন্দ রায়, লোপামুদ্রা রায়, মহাদেব বিশ্বাস, উদয় সমাদ্দার, ড: প্রিয়লাল শীল, দীপঙ্কর চক্রবর্তী প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments