সংবাদদাতা,পুরুলিয়াঃ– পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের বুড়দা কালিমাটি অঞ্চলের মাউনিয়া বুথে এবারের পঞ্চায়েত ভোটের যুদ্ধটা একটু অন্যরকম। বিশেষ করে এই বুথ থেকে কংগ্রেসের হয়ে তিন তিনবার জয় পেয়ে পঞ্চায়েত সদস্য হওয়া কংগ্রেসের ব্লক সভাপতি হরেন সিং বাবুর স্ত্রী হরিপ্রিয়া সিং বাবুর কাছে। কারণ এবার ভোটের ময়দানে তার প্রতিপক্ষ তার বাড়িরই সদস্য তথা তার ছোট জা রানী বালা সিং বাবু। তৃণমূলের হয়ে ভোটের ময়দানে লড়াই করতে নামা রানী বালা আবার ব্লক তৃণমূলের আদিবাসী সেলের অন্যতম নেতা পঙ্কজ সিং বাবুর স্ত্রী।
তাই মাউনিয়া বুথে এবারের পঞ্চায়েত ভোট নিয়ে স্থানীয়দের মধ্যে রীতিমতো উদ্দিপনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই ভোটের প্রচার শুরু করে দিয়েছেন দুজনেই। জয়ের বিষয়ে আশাবাদী দুই জাই। জয়ের হ্যাট্রিক করে ১৫ বছর ধরে পঞ্চায়েত সদস্য থেকেছেন বড় জা হরিপ্রিয়াদেবী। এবারের জয় নিয়েও আশাবাদী হরিপ্রিয়াদেবী বলেন, গ্ৰামের রাস্তাঘাট, জলের ব্যবস্থা করার পাশাপাশি সুখে দুখে মানুষের পাশে দাঁড়িয়েছি। তবেই তো আমার উপর আস্থা রেখেছে গ্রামের মানুষ । এবারও জয় অব্যাহত থাকবে বলেই দাবি করেন তিনি। অন্যদিকে ছোট জা রানী বালা জানান, তিনি দিদির কন্যাশ্রী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার সহ আরো একাধিক প্রকল্পকে হাতিয়ার করে বাড়ি বাড়ি যাচ্ছেন ও প্রচার চালাচ্ছেন। ১৫ বছর ধরে পঞ্চায়েত সদস্য থাকা বড় জাকে এবারের ভোটে হারিয়ে তিনিই জয়ী হবেন বলেও দাবি করেছেন।
তবে এই ভোট যুদ্ধে ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে কোনও চিড় ধরবে না তো? প্রশ্ন শুনে দুই প্রতিপক্ষের স্পষ্ট ভাবে একই জবাব-না। ভোটের ময়দানে যুদ্ধ করতে নামা দুই জা একে অপরের বিরুদ্ধে প্রচার করলেও বাড়ির পরিববেশে তার কোনও প্রভাব পড়েনি ও আগামী দিনেও পড়বে না বলেই আশাবাদী দুই জা।