eaibanglai
Homeএই বাংলায়পুরুলিয়ায় ৪০তম বই মেলার আনুষ্ঠানিক সূচনা

পুরুলিয়ায় ৪০তম বই মেলার আনুষ্ঠানিক সূচনা

সংবাদদাতা,পুরুলিয়া:- মঙ্গলবার পুরুলিয়ায় ৪০তম বই মেলার আনুষ্ঠানিক সূচনা হল মানভূম ভিক্টোরিয়া স্কুল প্রাঙ্গণে। এবারের মেলার ভাবনা বা থিম “ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার”।

বইমেলার পাশাপাশি মেলা প্রাঙ্গনের বিশেষ মঞ্চে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতামূলক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ফলে বইমেলায় বই প্রেমী ও পাঠকরা বই কিনতে এসে সংস্কৃতির মিলন মেলায় এক বিশেষ অনুভূতি লাভ করতে পারবেন। ২৩ তারিখ থেকে শুরু হয়ে মেলা চলবে চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত চলবে।

এদিনের এই বই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুধীর কন্ঠাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার যোধাবর ভীম রাও, জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জী, বান্দোয়ান বিধান সভার বিধায়ক রাজীব লোচন সরেন, বাগমুন্ডি বিধান সভার বিধায়ক সুশান্ত মাহাতো, কবি সাহিত্যিক তথা ঝাড়গ্রাম লোক সভার সাংসদ কালীপদ সরেন, পুরুলিয়ার বিশিষ্ট ঝুমুর রচয়িতা সুনীল মাহাতো সহ অন্যন্য বিশিষ্ট জনেরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments