সংবাদদাতা,পুরুলিয়াঃ– পুরুলিয়ার আড়ষায় অবৈধ পোস্ত চাষ নষ্ট করে দিল বনদপ্তর। জানা গেছে শীতের মরশুম শুরু হতেই পুরুলিয়ার বিভিন্ন জঙ্গলঘেরা এলাকায় বিঘার পর বিঘা জমিতে গোপনে চলছিল নিষিদ্ধ পোস্ত চাষ। সম্প্রতি আড়ষা ব্লকের তিলাইটাঁড় গ্রামে নিষিদ্ধ পোস্ত চাষের খবর সংবাদ শিরনামে উঠে আসে। যা নিয়ে শোরগোল পড়ে যায়।
এদিকে নিষিদ্ধ পোস্ত চাষের খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন এবং কোটশিলা ও আড়ষা বনদপ্তরের যৌথ উদ্যোগে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বনদপ্তরের কর্মীরা বিস্তীর্ণ জমিতে করা অবৈধ পোস্ত চাষ চিহ্নিত করেন এবং তা সম্পূর্ণভাবে নষ্ট করে দেন।
বনদপ্তর সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। তবে এতদিন কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছিল এই অবৈধ চাষ তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।


















