eaibanglai
Homeএই বাংলায়শীতের ছুটিতে পুরুলিয়ার পাহাড়ে অ্যাডভেঞ্চার ক্যাম্প

শীতের ছুটিতে পুরুলিয়ার পাহাড়ে অ্যাডভেঞ্চার ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুরু হয়ে গেছে শীতের মরশুম। সামনেই বড় দিনের ছুটি। আর শীতের ছুটি মানেই বেড়াতে যাওয়া, পিকনিক সহ নানারকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করা। এবারের শীতে এমনই এক অ্যাডভেঞ্চার ক্যাম্পের আয়োজন করছে গোপালপুরের রূপতাপস অ্যাডভেঞ্চার ক্লাব।

যেখানে রক ক্লাইম্বিং-এর বেসিক ও অ্যাডভান্স প্রশিক্ষণের পাশাপাশি পর্বতারোহণ, পর্বতারোহণে প্রযুক্তিগত সরঞ্জামের ব্যবহার, প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার কৌশল, লাইফ সাপোর্টের প্রাথমিক পাঠ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আর এই সবকিছুই শেখাবেন সার্টিফাইড প্রশিক্ষকেরা।

শীতের এই রোমাঞ্চে ভরা শিবিরের আসর বসবে পুরুলিয়ার বেড়ো হিলস-এ। ২৫শে ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর এই চার দিনের শিবিরে খাওয়া দাওয়া (নিরামিষ/আমিষ), থাকার ব্যবস্থা (অ্যাডভেঞ্চার তাঁবু), বনে আরোহণের অনুমতি, সমস্ত প্রয়োজনীয় আরোহণের সরঞ্জাম সমস্ত কিছুর ব্যবস্থা করবেন উদ্যোক্তারা। তার জন্য নেওয়া হবে নামমাত্র রেজিস্ট্রেশন ফি।

প্রসঙ্গত গোপালপুর রূপতাপস অ্যাডভেঞ্চার ক্লাব প্রকৃতি ও অ্যাডভেঞ্চার প্রেমীদের একটি ক্লাব। যা ভারতীয় পর্বতারোহণ ফাউন্ডেশন-এর অন্তর্ভুক্ত। সারা বছর ধরেই প্রকৃতি, পর্বত ও অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এই ক্লাব নানারকম কর্মসূচির আয়োজন করে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments