নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া- অহিংসা, সত্য, বহুত্ববাদ, সকল জীবের প্রতি দয়া, তীর্থস্থানের সুরক্ষা জৈন ধর্মের ইত্যাদি নীতিতে পূর্ণ বিশ্বাস রেখে, গত আট বছরে কাজ নানান সমাজ সেবা মূলক কাজ করেছে চলেছে “ঋষভ অহিংসা ভারত”। রবিবার পুরুলিয়ায় একটি অনুষ্ঠানে দুঃস্থ মহিলাদের হাতে ২৫টি সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাসিক সহায়তা ভাতা তুলে দিল সংগঠনটি।
প্রসঙ্গত মোট ২৭ জন প্রতিবন্ধীকে প্রতি মাসে হাজার টাকার সহায়তা দেওয়া হয় এই সমাজসেবী সংগঠনের তরফে। বর্তমানে আরও দশজন প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে বলে জানায় সংগঠনটি। এছাড়াও দিন কয়েক আগে দুর্গাপুর বাঁকুড়াতেও ৪০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছিল এই সমাজ সেবী সংগঠনের উদ্যোগে।
সংগঠনের তরফে জানানো হয় গত কয়েক বছরে “ঋষভ অহিংসা ভারত” বেশকিছুক হৃদয়বান সংস্থার সহযোগিতায় বেশ কিছু কল্যাণমূলক কাজ সফলভাবে সম্পন্ন করেছে। এছাড়াও কিছু নিয়মিত কাজ করে চলেছে। যেমন প্রতি বছর ১০০০টি গাছ লাগানো, ৮০০০ থেকে ১০০০০ ফলের বীজ বপন, কম্পিউটার প্রশিক্ষণ শিবির, সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধীদের মাসিক সহায়তা, সরকারের কাছ থেকে প্রায় ৮০০০ শিশুর জন্য বৃত্তি প্রাপ্তি, কম সুদে মহিলাদের ঋণ প্রদান ইত্যাদি।
কোনও রকম মঞ্চ ছাড়া, কোনও সাজসজ্জা ও জাঁকজমক ছাড়াই এদিনের এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ঋষভ অহিংসা ভারতের প্রতিষ্ঠাতা প্রদীপ চোপড়া জৈন। যেখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মুনি সোমচন্দ্র জি,পুরুলিয়া পৌরসভার সভাপতি শ্রী নবেন্দু মোহালি এবং প্রাক্তন বিধায়ক শ্রী উমা কান্ত বারুই সহ বিশিষ্টজনেরা। এবং তাঁরা আগামী দিনে সংগঠনের পরিকল্পিত গোশালা ও আয়ুর্বেদিক পার্ক নির্মাণে পুর্ণ সহযোগিতার প্রতিশ্রুতিও দেন।





