সংবাদদাতা, পানাগড়ঃ- এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ অপূর্ব সংঘ লাইব্রেরী সদস্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানাগর বাজারের চিকিৎসকেরাও এলাকার বিশিষ্ট সংগীতশিল্পী সহ পানাগর বায়ু সেনা ছাউনির ২ আধিকারিক।
উদ্যোক্তারা জানিয়েছেন গত তেসরা নভেম্বর পূর্ব এবং পশ্চিম বর্ধমান মিলে মোট সাড়ে ৪০০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। প্রতি বছরের মতো মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের নিয়ে মাধ্যমিক পরীক্ষার অনুকরনে পরীক্ষার্থীদের নিয়ে একটি প্রতিযোগিতা হয়। তাতে ২৫ নম্বর করে পাঁচটি বিষয়ের পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষায় পাস করলে তাদের পুরস্কৃত করা হয়। সেই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল আজ। জানা গেছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কে রুপোর পদক ও সার্টিফিকেট দিয়ে সম্মান প্রদান করা হয়। বাকি সাতজন কে মোমেন্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও যেসব স্কুলের ছাত্র ছাত্রীরা প্রতিযোগিতায় এক থেকে দশের মধ্যে হতে পারে না সেই সব স্কুলের মধ্যে সেরা ছাত্র-ছাত্রীদের পুরস্কার করা হয়। কাঁকসা দুর্গাপুর আউসগ্রাম সহ দুই জেলা থেকে এ বছর মোট ২৯ টি স্কুলের ছাত্র ছাত্রী অংশ নিয়েছিল। উদ্যোক্তারা জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার আগে পরীক্ষার্থীদের উৎসাহ বাড়াতে তাদের এই উদ্যোগ তাদের দৃঢ়বিশ্বাস তাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা জেলা তথা রাজ্যের ভেতরে স্থান অধিকার করে প্রতি বছর।