সংবাদদাতা, পানাগড়ঃ- একদিকে করোনা আতংক তার উপর রবিবার ‘জনতা কারফিউ’ কতটা সফল হবে,অদেও মানুষ বের হবেন কিনা, বাজার খুলবে কিনা,সেই নিয়ে নানান প্রশ্ন শুরু হয়েছে মানুষের মধ্যে। তাই রবিবারের কথা চিন্তা করে শনিবার বিকাল থেকেই পানাগড় বাজারে সবজির বাজারে কাতারে কাতারে মানুষ সবজি কিনতে আসেন। অধিকাংশ মানুষই নিশ্চিত করতে পারছেন না আদেও রবিবার বাজার খোলা থাকবে কিনা। তবে এই বিষয়ে নিশ্চিত করতে প্রশাসনের কোনো আধিকারিকদের বাজারে দেখা মেলে নি। অনিশ্চয়তায় ভুগতে থাকা পানাগড়ের বাসিন্দারা তাই রবিবারের কথা মাথায় রেখেই বাজারে বেরিয়ে পড়েন থলে ভর্তি করে আগামী দু দিনের জন্য কেনা কাটাও সেরে ফেলেন। পোস্টারে প্রশাসনের পক্ষ থেকে বার বার বলা সত্বেও বাজারে মানুষ ভিড় জমালেও প্রশাসনের পক্ষ থেকে বাজার গুলিতে ক্রেতা ও বিক্রেতা দের সচেতন করার উদ্যোগ বিন্দুমাত্র নজরে আসছে না বলে প্রশ্ন তুলেছেন পানাগড়ের মানুষ।