সঙ্গীতা মুখার্জ্জী মণ্ডল, দুর্গাপুর:-সম্প্রতি বিশিষ্ট শিল্পী তরুণ সাহা ও শুভ্রা পালের পরিকল্পনায় ও ‘ময়ূরী’ গ্রুপের উদ্যোগে দুর্গাপুর এ-জোনের সভাগৃহে আয়োজিত একটি অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুল প্রেমীরা এক মনোরম সন্ধ্যা উপভোগ করার সুযোগ পায়।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শিল্পী সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। ‘স্বর ও বাণী’, ‘দুজনে-সুজনে, ‘আরবিকা’, ‘প্রান্তিক’ সহ একাধিক স্থানীয় প্রতিষ্ঠানের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিল্পী পঙ্কজ শ্রীবাস্তব, সপ্তমী কর্মকার এবং শিশুশিল্পী সায়ন ঘোষ, ত্রিধা দেবনাথ, অনুশ্রিতা মৈত্র, অনুপ্রিতা মৈত্র পরিবেশিত সঙ্গীত উপস্থিত শ্রোতাদের মন জয় করে নেয়। ছয় ঘন্টা ব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কবি তথা বাচিক শিল্পী অন্তরা সিংহরায়। এর আগে প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোনালি কাজী। তাকে সহযোগিতা করেন অর্চনা সিংহরায়, কল্লোল কাজী, শ্রিপা ব্যানার্জ্জী, উমা শংকর সেন প্রমুখ। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রতিটি শিল্পীকে স্মারক সম্মানে সম্মানিত করা হয় ।
তরুণ সাহা বলেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল শুধু ভারতে নয়, সারা বিশ্বের মানুষের কাছে বরেণ্য। তাই শুধুমাত্র রবীন্দ্র-নজরুল জয়ন্তীর নামে বছরের একদিন গান বা আবৃত্তি পরিবেশন করলেই তাঁদের স্মরণ করা হয় না, তাঁদের কাজ এবং জীবন দর্শন পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে’।