eaibanglai
Homeএই বাংলায়রাধাষ্টমী ব্রত পালনে পতিতার বৈকুণ্ঠলাভ, রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য

রাধাষ্টমী ব্রত পালনে পতিতার বৈকুণ্ঠলাভ, রাধাষ্টমীর ব্রত মাহাত্ম্য

সঙ্গীতা চ্যাটার্জীঃ- আজ ১১ ই সেপ্টেম্বর রাধাষ্টমী। রাধাষ্টমীর ব্রত করলে ১০০০০০ একাদশী ব্রতের ফল পাওয়া যায়। এই ব্রততে দুপুর ১২ টা পর্যন্ত উপবাস, এই ব্রত করলে সর্বমনস্কামনা পূর্ণ হয়। অতীতে লীলাবতী নামের এক পতিতা থাকতেনI সত্য যুগের সময় তিনি একদিন সকালবেলায় ভ্রমণ করতে গিয়ে দেখতে পান মন্দিরে কিছুজন রাধারানীর পুজা করছেন। লীলাবতী তাদের কাছে জানতে চাইলেন যে তারা এত সকালে কার পুজো করছেন? তখন ঐ মন্দিরে উপস্থিত মানুষরা বললেন তারা রাধাষ্টমী পালন করছেন। তখন তাদের কাছে মাহাত্ম্য শুধালেন লীলাবতী। তারা বললেন, এই পবিত্র রাধাষ্টমী‌ ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা, জনিত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। কেবলমাত্র একটি রাধাষ্টমী ব্রত এই সকল ফল দিতে পারে। এটা শুনে লীলাবতী রাধা অষ্টমী পালন করেন ও পরের দিন সর্প দংশনে তার মৃত্যু হয়। লীলাবতীকে যমদূতে নিতে আসে কিন্তু পথে নিয়ে যাওয়ার সময় লীলাকে উদ্ধার করতে আসে চারজন সুদর্শন বিষ্ণুদূত শঙ্খ চক্র গদা পদ্মধারী। বিষ্ণু দূত দের দেখে যমদূতরা ভয়ে পালিয়ে যায়। তাদের হাত থেকে লীলাবতী রক্ষা পায় ও রাজহংস যুক্ত বৈকুন্ঠ বিমানে লীলাবতীকে বৈকুন্ঠ নিয়ে যাওয়া হয়। এইভাবে একজন পতিতাও একটি মাত্র রাধাষ্টমী ব্রত পালনের ফলে নরক যন্ত্রণা থেকে মুক্তি পান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments