সঙ্গীতা চৌধুরীঃ- আজ রাধা অষ্টমী। আজকের দিন দুপুর ১২ টা পর্যন্ত উপবাস করুন ও রাধারাণীর পুজো করুন। উপবাস ভঙ্গের আগে রাধা ব্রত মাহাত্ম্য পাঠ করুন।
ক। রাধাষ্টমী ব্রত পালন করলে কোটি ব্রহ্ম হত্যার পাপ বিনষ্ট হয়।
খ। রাধাষ্টমী ব্রত একবার পালন করলে সহস্র একাদশী পালনের একশ গুণ ফল পাওয়া যায়।
গ। পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় তার ১০০শ গুণ ফল লাভ হয় একবার মাত্র রাধাষ্টমী ব্রত পালন করলে।
ঘ। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়।
ঙ। একবার রাধাষ্টমী ব্রত পালনে করলে গঙ্গা আদি সর্ব তীর্থের ফল প্রাপ্ত হয় মানুষে।
চ। যদি কোনো পাপি ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলায়ও রাধাষ্টমী ব্রত পালন করেন তবেও তিনি কোটি কূলসহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করবেন।
ছ। একবার রাধাষ্টমী ব্রত পালন করলেই গোহত্যা থেকে ব্রহ্ম হত্যা সহ সকল পাপ চিরতরে বিনষ্ট হয়ে যায়।
জ। কোনও মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করেন, তাহলে শতকোটি কল্পেও তিনি নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবেন না।
ঝ। যে নারী রাধাষ্টমী ব্রত পালন করেন না, সে কোটি কল্পে নরক বাস করে থাকেন আর কোনোভাবে পৃথিবীতে জন্ম গ্রহণ করলে তাকে বিধবা হতে হয়।
ঞ। কেউ যদি শুধু রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করেন তাহলেই নিত্যকাল তিনি বৈকুণ্ঠলোকে বাস করতে পারবেন।




