eaibanglai
Homeএই বাংলায়রাহুল দেব বর্মনের জন্মদিন উপলক্ষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান

রাহুল দেব বর্মনের জন্মদিন উপলক্ষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান

সংবাদদাতা, দুর্গাপুর: অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘এভারগ্রীন ম্যাজিক্যাল পঞ্চম’। উপলক্ষ্য ‘পঞ্চম’ অর্থাৎ কিংবদন্তি সুরকার ও সংগীতশিল্পী রাহুল দেববর্মনের ৮৫ তম জন্মদিন। ২৭ জুন সন্ধ্যায় দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত উল্লিখিত সঙ্গীতানুষ্ঠানের মুখ্য আয়োজক ছিলেন ‘বীণা ক্যাসেট’-এর কর্ণধার অমিতাভ দে,বিশেষ সহযোগিতায় ‘সন্ধ্যাপ্রদীপ’, দেবাশীষ চৌধুরী,শান্তনু এবং মনিশংকর। অনুষ্ঠানে পরিবেশিত সমস্ত গানই রাহুল দেব বর্মনের সুরারোপিত। অংশ নিয়েছেন প্রদীপ চক্রবর্তী,অমিতাভ দে, দেবাশীষ চৌধুরী, পঙ্কজ শ্রীবাস্তব, সৌমী বন্দোপাধ্যায়,শিশু শিল্পী নয়না চক্রবর্তী প্রমুখ ৩০ জন সংগীত শিল্পী। যন্ত্র সঙ্গীত সহযোগিতা ছিল চিত্তাকর্ষক। ছিল সম্মেলক নৃত্য-ও। অনুষ্ঠানে রাহুল দেব বর্মনের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর পুরনিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, সমাজসেবী তরুণ রায় ও আয়োজকদের কর্মকর্তাগণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমনা চৌধুরী এবং দেবব্রত অধিকারী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments