সংবাদদাতা, বাঁকুড়া:- রাজ্যের মুখ্যমন্ত্রী যখন অন্যান কর্মচারীদের দিকে নজর দিচ্ছেন তখন আমাদের কেন অবহেলার স্বিকার হতে হবে । আর তাই এবার জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল সিভিল ডিফেনস কর্মীরা । এদিন ১২৮ জন সিভিল ডিফেনস কর্মী তামলী বাঁন্ধ থেকে একটি মিছিল করে জেলা শাসকের দপ্তরে সামনে পৌঁছায় এবং সেখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তাদের একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন । মুলত তাদের দাবি ছিল , সারামাস কাজের ব্যবস্থা করতে হবে , ক্যাজুয়াল লিভ ও মেডিকেল লিভের ব্যবস্থা করতে হবে , ৬০ বছর পর্যন্ত কাজের সুনিশ্চত করতে হবে , সহ সাত দফা দাবি জানান তারা । এক আন্দোলনকারী বলেন , আমরা দীর্ঘ দিন জীবনের ঝুঁকি নিয়ে এই কাজের সঙ্গে যুক্ত আছি । কিন্তু তারপরেও আমাদের সারামাস কাজ দেওয়া হয়না । তাই আমাদের মাসে অন্তত ২৮ দিন কাজ দিতে হবে । দেবব্রত ব্যানার্জি নামে অপর এক আন্দোলনকারী বলেন , আমাদের দাবিদাওয়া পুরন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব ।