সংবাদদাতা, আসানসোলঃ- লোকসভা নির্বাচনের ঠিক আগে অন্য ছবি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের পাণ্ডবেশ্বরে বুধবার রামনবমীর মিছিলে সম্প্রীতির বার্তা। এদিন পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ এলাকায় রামনবমীর মিছিলে পা মেলান বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে এই মিছিল এগোতে থাকে। তখন এলাকার বাসিন্দা বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ সেই মিছিল দাঁড় করিয়ে বিধায়ককে মালা পড়িয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
কয়েক হাজার সাধারণ মানুষ পান্ডবেশ্বরের এই রামনবমীর মিছিলে পা মেলান। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, এটাই পাণ্ডবেশ্বরের সংস্কৃতি। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই এই পাণ্ডবেশ্বর। পাণ্ডবেশ্বর এই একতা, পাণ্ডবেশ্বরের এই সম্প্রীতি সব জায়গার সাধারণ মানুষকে আগামী দিনে পথ দেখানোর বার্তা দিলো ।