সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ– স্বামী সুবোধানন্দ তার এক লেখায় বলে ছিলেন কেদার চাটুজ্যের অফিসের এক বড় কর্তা কীভাবে ঠাকুরের মধ্যে যীশুর দর্শন পেয়ে তার চাকরি ছেড়ে দিয়ে ভিক্ষান্ন করে দিনপাত করতে শুরু করেন। চলুন শুনে নিই সেই কাহিনী!
“শ্রীশ্রীঠাকুরের ভক্ত কেদার চাটুজ্যে যে-অফিসে কাজ করতেন সেই অফিসের বড়সাহেব একদিন কেদারবাবুর মুখে শুনলেন শ্রীশ্রীঠাকুরের কথা৷ কেদারবাবু বললেন, ‘শ্রীশ্রীঠাকুর ভগবান। ’সাহেব মনে মনে ভাবলেন—ভগবান আর এর ওর কি হবেন— ভগবান হলে সকলেরই ভগবান ৷ সাহেব দক্ষিণেশ্বরে শ্রীশ্রীঠাকুরকে দর্শন করতে চাইলেন ৷
সাহেব দক্ষিণেশ্বর যাবেন স্থির হলে কেদারবাবু বললেন, ‘ঘরে কিন্তু ঢুকতে পারবেন না, বাইরে থাকতে হবে।’ সাহেব দক্ষিণেশ্বরে গিয়ে বকুল তলার দিকে অপেক্ষা করছিলেন ৷ ঠাকুর তখন ঝাউতলার দিক থেকে দিগম্বর অবস্থায় জুতো পায়ে নিজের ঘরের দিকে ফিরছিলেন ৷ সাহেব ঠাকুরকে দেখেই দৌড়ে গিয়ে তাঁর পায়ে ধরে বলতে লাগল, ‘Here is my Jesus!Here is my Jesus!!!’(ইনিই আমার যিশু,ইনিই আমার যিশু) ঠাকুর তার মাথায় হাত দিয়ে খুব আশীর্বাদ করলেন, সাহেব সব বুঝে নিল ৷ সাহেবের বৈরাগ্যের উদয় হলো— কাজ ছেড়ে দিয়ে মথুরার কাছে একজায়গায় থেকে সাধুভাবে ভিক্ষান্নে দিনপাত করে দেহ রাখলেন ৷”