সন্তোষ কুমার মণ্ডল,রানীগঞ্জঃ- বাড়ির উঠোনে ধসের জেরে তৈরি হয়েছে বিশালাকার গর্ত। রবিবার এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের বাঁশড়া কোলিয়ারি এলাকার সুড়িপাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ প্রশাসনের আধিকারিকেরা । তারা সমস্ত এলাকা খতিয়ে দেখেন। ধসের এলাকায় যাতে কেউ যেতে না পারে তারজন্য বিশেষভাবে নজরদারি চালানোর পাশাপাশি বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। জানা গেছে ধসে ১০×৬ ফুট এলাকা জুড়ে ২৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।
এলাকার ইসমাইল মিয়ার বাড়ির উঠানে দেখা দিয়েছে এই ধস । জানা গেছে, এলাকার খনি কর্মী সিদ্দিক মিঞা দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে পাট্টা দেওয়া ওই জায়গায় বসবাস করতেন। পরবর্তীকালে তার পুত্র ইসমাইল আবাস যোজনায় প্রাপ্ত অর্থ দিয়ে বাড়ি তৈরি করে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস শুরু করেন।
এই এলাকারই অদূরে রয়েছে ইসিএলের বাঁশড়া কয়লা খনি। নিয়মানুযায়ী ভূগর্ভস্থ খনি থেকে কয়লা কেটে তোলার পর খনির মধ্যে সৃষ্ট ফাঁকা অংশ বালি দিয়ে ভরাট করতে হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সহ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানের দাবি খনি কর্তৃপক্ষ নিয়ম মেনে ভূগর্ভস্থ খনির ফাঁকা জায়গা বালি দিয়ে ভরাট না করার জন্য বারবার এলাকায় ধস নামছে। স্থানীয়দের আরও দাবি ইসিএল কর্তৃপক্ষ এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য আদৌ চিন্তিত নয়। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। ইসিএল কর্তৃপক্ষকে ধসের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অন্যত্র সরিয়ে নিয়ে তাদের বসবাসের ব্যবস্থা করতে হবে বলে এদিন দাবি জানিয়েছেন স্থানীয়রা।