সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– রানীগঞ্জে প্রায় ৩০০ বছরের প্রাচীন ভগ্নপ্রায় জরাজীর্ণ বাড়ির এক অংশ ধসে পড়ায় আতঙ্ক ছড়াল। ঘটনা রানীগঞ্জের ৮৮ নাম্বার ওয়ার্ডের ডাল পট্টি মোড়, সি এল এম লেন এর। বুধবার এলাকার কেজি করনারে অবস্থিত প্রাচীন ভগ্নপ্রায় বাড়ির একটি অংশ হঠাৎ ধসে পড়ে। জনবহুল স্থানে অবস্থিত ওই বাড়ির প্রায় বেশিরভাগ অংশেই ভেঙে গিয়েছে।
জানা গিয়েছে ওই জরাজীর্ণ বাড়ির বেশ কয়েকটি অংশেই বসবাস করছে প্রায় ২০ থেকে ২২ টি পরিবার। তারা ভগ্ন প্রায় ওই বাড়ির ভিতর কাঠের পিলার লাগিয়ে রীতিমতো জীবনের বাজি রেখে বসবাস করছেন। তাদের অভিযোগ বাড়ির ভগ্নদশার বিষয়টি পুরসভাকে জানালেও কোনো পদক্ষেপ গ্রহন করেনি পুরসভা।
অন্যদিকে এ বিষয়ে বাড়ি মালিক হিসেবে দাবী করা বাড়ির সদস্যরা দাবি করেছেন, ভাড়াটিয়াদের বারংবার বাড়ির ভগ্নদশা নিয়ে সচেতন করা সত্ত্বেও তারা সেখান থেকে যাচ্ছে না। কয়েকজন চলে গেলেও কিছু অসাধুচক্র চক্রান্ত করে ওই বাড়িতে আবার লোকজন বসিয়ে দিচ্ছে। যদিও ওই বাড়িতে বসবাসকারী এক বাসিন্দা দাবি করছেন তারা প্রকৃত বাড়ি মালিক কে সে সম্পর্কে জানে না। এটা ট্রাস্টের বাড়ি বলে তারা দাবি করছেন।
বর্তমানে বাড়িটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির প্রায় বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে যে কোন মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। তারপরও ওই বাড়িতে বসবাস করছেন বেশ কিছু ভাড়াটিয়া। তাদের দাবি অসহায় ও নিরুপায় অবস্থাতেই তাদের জীবন হাতে নিয়ে বসবাস করতে হচ্ছে।
অন্যদিকে সমস্তকিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর প্রশাসন।