eaibanglai
Homeএই বাংলায়বাসে উঠলে দিতে হবে না ভাড়া, রানিগঞ্জবাসীকে শারদীয়া উপহার বাস অ্যাসোসিয়েশনের

বাসে উঠলে দিতে হবে না ভাড়া, রানিগঞ্জবাসীকে শারদীয়া উপহার বাস অ্যাসোসিয়েশনের

সন্তোষ মণ্ডল,আসানসোলঃ– শারদীয়া উৎসবে রানিগঞ্জ শহরের বাসিন্দা তথা সাধারণ যাত্রীদের অভিনব উপহার আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন ও আসানসোল বাস অ্যাসোসিয়েশনের। বৃহস্পতিবার অর্থাৎ ৫ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত উৎসবের মরসুমে ১৯ নং জাতীয় সড়কের রানিগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে রানিগঞ্জ স্টেশন বাজার পর্যন্ত বাসে যাতায়াত করতে কোনও ভাড়া দিতে হবে না যাত্রীদের। এই ৪ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ। এমনটাই জানিয়েছেন আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায়।

অন্যদিকে এই উদ্যোগ বা ঘোষণা আসন্ন উৎসবের উপহার বলে মনে হলেও ওয়াকিবহাল মহলের মতে দুই বাস অ্যসোসিয়েশন এর মধ্যে দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করলো। এমনিতেই রানিগঞ্জ শহরে হাজার হাজার টোটোর বেআইনি ভাবে চলাচলে প্রায় ১৫০ এর মতো মিনিবাস প্রায় যাত্রী শূন্য হয়ে পড়েছে। অনেক বাস পরিষেবা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। বাস অ্যাসোসিয়েশনগুলির তরফে জেলা পুলিশ প্রশাসনকে টোটো নিয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তাই অনেকেই মনে করছেন উৎসবের মরশুমে টোটোর দৌরাত্ম্য রুখতেই বাস অ্যসোসিয়েশনগুলির এই উপহারের সিদ্ধান্ত। উৎসবের মরশুমে বাস অ্যাসোসিয়েশনের উপহারের ফলে এই গুরুত্বপূর্ণ রুটে টোটোগুলো যে আর যাত্রী পাবে না, তা বলাই বাহুল্য।

অন্যদিকে বাস অ্যসোসিয়েশনগুলির এই সিদ্ধান্তের ফলে সিঁদুরে মেঘ দেখছেন শহরের টোটো চালকেরা। এদিন অনেক টোটো চালকই জানান এতে কয়েকশো টোটো সমস্যায় পড়বে। এদিকে দুই বাস এ্যাসোসিয়েশনের সাধারণ যাত্রীদের জন্য উপহারের ঘোষণা নিয়ে পুলিশ ও প্রশাসনের তরফে কেউ কোন মন্তব্য করতে চাননি। দীর্ঘদিন ধরে চলতে থাকা বাস ও টোটোর দ্বন্দ্ব এর ফলে আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর তার সঙ্গে পুলিশ প্রশাসনের বিড়ম্বনাও আরও বাড়বে বলে ধারনা অনেকের। তবে এই ঘোষণার ফলে পুজোর মুখে রানিগঞ্জ শহরে যানজট অনেকটা কমবে বলে আশা সব মহলের ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments