সংবাদদাতা, আসানসোলঃ– রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পক্রিয়া শুরু হতেই বার বার শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে বিরোধীরা। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় হিংসার ঘটনা সামনে এসেছে। ঘটেছে প্রাণহানির মতো ঘটনা। কিন্তু মনোনয়ন জমা দেওয়ার কাজ সম্পন্ন হলেও শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ পিছু ছাড়ছে না। অভিযোগ বিরোধী প্রার্থীদের গুণ্ডাবাহিনী দিয়ে ভয় দেখিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহরে বাধ্য করছে শাসক দল।
রাজ্যের একাধিক জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি রানিগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েতেও উঠেছে এই অভিযোগ। স্থানীয় সিপিআই(এম) প্রার্থী রাজু কেওড়াকে ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্যে বাধ্য করা হয়েছে বলে দাবি করে ও তার প্রতিবাদে সোমবার বল্লভপুর ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন করল সিপিএম নেতা কর্মী সমর্থকরা। এদিন সিপিআই (এম) এর দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে বল্লভপুর ফাঁড়িতে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন শেষে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয়।
অন্যদিকে সিপিআই(এম) প্রার্থী রাজু কেওড়া এদিন অভিযোগ করে বলেন,সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তৃণমূল নেতা সন্দীপ গরাই নিজের অনুগামীদের নিয়ে তাকে জোর করে গাড়িতে বসিয়ে নিয়ে যায় ও তাকে ভয় দেখিয়ে নাম প্রত্যাহারে বাধ্য করে। একই সাথে তিনি পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ করেছেন।