সংবাদদাতা, আসানসোলঃ– রানিগঞ্জ পেপারমিলে দুর্ঘটনায় কর্মরত অবস্থায় মৃত্যু এক শ্রমিকের। মৃতের নাম ব্রজেন মণ্ডল, বয়স ৫০ বছর। তিনি স্থানীয় নূপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনা সূত্রে জানা যায় শুক্রবার রাতের শিফটে কাজে যোগ দিয়েছিলেন ব্রজেন মণ্ডল। রাতের শিফটে কাজ করতে করতেই তার মাথায় গুরুতর আঘাত লাগে । তড়িঘড়ি তাকে উদ্ধার করে রানিগঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার ক্ষতিপূরণের দাবিতে কাজ বন্ধ করে পেপারমিলের গেটে বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠনের সদস্যরা ও মৃতের পরিবারের লোকজন। মৃতের পরিবারের একজনের চাকরি ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। পাশাপাশি কারখানায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিয়েও সরব অন্য শ্রমিকরা। তাদের অভিযোগ শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। কাজের জায়গায় আলোর অভাব রয়েছে, বারবার জানানো সত্ত্বেও কর্ণপাত করেনি ম্যানেজমেন্ট। যার জেরেই এদিনের দুর্ঘটনা ও শ্রমিক মৃত্যু বলে দাবি তাদের।
অন্যদিকে এদিনের বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রানীগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ম্যানেজমেন্টের সঙ্গে ক্ষতিপূরণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় ও বিষয়টি মিটমাট হয়।