eaibanglai
Homeএই বাংলায়রানীগঞ্জে নকল কীটনাশকের কারবার, অভিযান চালিয়ে গ্রেফতার ১

রানীগঞ্জে নকল কীটনাশকের কারবার, অভিযান চালিয়ে গ্রেফতার ১

সংবাদদাতা,আসানসোলঃ– রানীগঞ্জে উদ্ধার হল প্রায় ২৩০০ প্যাকেট নকল কীটনাশক। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট শাখা(ইডি) ও রানিগঞ্জ থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে রানীগঞ্জের রনাইবাংলা স্কুল পাড়া রোডে এক বাড়িতে হানা দিয়ে ওই নকল কীটনাশক উদ্ধার করে। জানা গেছে ওই কীটনাশকের প্রতিটি প্যাকেটের বাজারমূল্য প্রায় ১ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের অভিনন্দন ইস্ট এলাকার একটি বেসরকারি কোম্পানি আগাছা মারার কীটনাশক তৈরি করে। সেই কীটনাশকের নকল করে তা বাজারজাত করা হচ্ছিল বলে কোম্পানির কাছে খবর যায়। বিষয়টি জানার পরই তারা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে বিষয়টি জানায়। এরপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ইডির আধিকারিকরা এই বিষয় নিয়ে খোঁজ শুরু করেন।
এরপরই রানীগঞ্জের রনাইয়ের বাংলা স্কুল পাড়া রোডে মহম্মদ মিরাজ নামে এক ব্যক্তির বাড়িতে ইডিকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ ও তাকে গ্রেফতার। ধৃত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি তারা নকল কীটনাশকের বিষয়টি জানতেন না। পুলিশ জানতে পেরেছে ধৃত মহম্মদ মিরাজ পরিবারের সদস্যদের দিয়ে ওই নকল কীটনাশক প্যাকিংয়ের কাজ করাত। সমস্ত নকল কীটনাশকের প্যাকেট বাজেয়াপ্ত করার পাশাপাশি আরও বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ।

এদিনের পুলিশ অভিযানে নেতৃত্ব দেন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর অলকেশ ব্যানার্জি, এস আই সুমন্ত সাহানা, এল এ এস আই মীনাক্ষী শ্রীবাস্তব, এস আই উজ্জ্বল দত্ত, তেজারত হুসেন খান, জয়ন্ত মুখার্জী প্রমূখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments