eaibanglai
Homeএই বাংলায়খনিশহরে চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ

খনিশহরে চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ

সংবাদদাতা,আসানসোলঃ– এবার খনিশহর রানীগঞ্জে চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ নির্মাণ। তবে এই প্রথমবার নয় শুক্রবার তৃতীয় দফায় ভাঙা হল অবৈধ নির্মাণ। জানা গেছে আগামী দিনে শহরের ১১ টি ওয়ার্ডে আরও ১০০ টির বেশি অবৈধ নির্মাণ ভাঙার প্রস্তুতি নিচ্ছে আসানসোল পৌর নিগম।

আসানসোল কর্পোরেশনের বাস্তু বিভাগ, শুক্রবার খনি শহরের ৩৬ নম্বর ওয়ার্ডের, শিশু বাগান এলাকায় অবস্থিত অরবিন্দ বুচাসিয়া, অভিষেক বুচাসিয়া ও গৌতম বুচাসিয়ার দ্বারা নির্মিত একটি বাড়ি ও বাড়ি সংলগ্ন সীমানা প্রাচীর ভেঙ্গে গুঁড়িয়ে দেয় । এদিন সকালে প্রথমে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা পৌঁছে ওই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কর্পোরেশনের ইঞ্জিনিয়ারেরা জেসিবি দিয়ে ভেঙে ফেলে অবৈধভাবে নির্মাণ হওয়া ওই বাড়িটির একটি অংশ।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আসানসোল কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ অধিকারী। তিনি জানান, ওই বাড়িটি অবৈধভাবে নির্মাণ হওয়ার বিষয়ে ২০১৭ সালে বাড়ি মালিকদের নোটিশ দেওয়া হয়েছিল, তারপরও তারা অবৈধভাবে নির্মাণ চালিয়ে যায়। কর্পোরেশন বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়। এরপরই গত ৬.৮.২০২২ সালে বাড়িটি অবৈধভাবে নির্মাণ হয়েছে এই বিষয়টি ঘোষণার পরও বাড়ি মালিক কোনো ব্যবস্থা গ্রহণ না করায়, তারা পুনরায় আদালতের দ্বারস্থ হলে বিচারক ওই অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের বাড়িটির অবৈধ নির্মাণ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেন। তারপরেও তারা কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায়, কর্পোরেশন পুনরায় আদালতের দ্বারস্থ হলে বিচারক কর্পোরেশনকে ওই বাড়ির অবৈধ নির্মাণ অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।

যদিও ওই বাড়ি তৈরির সঙ্গে যুক্ত থাকা সদস্যরা দাবি করেছেন তাদের বাড়িটি যাতে ভাঙ্গা না হয় তার জন্য তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, তারপরও তাদের কোনো কথা না শুনে এ ধরনের কড়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কর্পোরেশনের তরফে, এবং তারা এর বিরোধীতা করেছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments