সংবাদদাতা,বাঁকুড়া:- শনিবার সকালে রানীগঞ্জের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত নেতাজি সুভাষ বোস মোড় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে চাঞ্চল্য ছড়াল। প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই জাতীয় সড়কের ঠিক মাঝ বরাবর একটি অংশ ধসে বসে যায়।
স্থানীয়দের দাবি এই অংশেই জাতীয় সড়কের নীচ দিয়ে হাই ড্রেন ছিল। যা মেরামত না করার কারণে ঘটেছে এই বিপত্তি। পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি কুয়োও ছিল। সেই কারণেই এলাকাটি এক সময় কুয়ো মোড় নামে পরিচিত ছিল। পরবর্তীকালে সেই কুয়োর ওপরই স্ট্যাচু তৈরি হলেও কুয়োটি দেখভালের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এদিনের ধসের ঘটনার পর এলাকাটি সুরক্ষিত নয় বলেই মনে করছেন স্থানীয়রা। ফলে এলাকায় অতঙ্কও তৈরি হয়েছে।
অন্যদিকে এদিনের ধসের ঘটনার পরই এলাকাটি ঘিরে ফেলে স্থানীয় পুলিশ প্রশাসন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পৌরসভার বিশেষ দল রাস্তা মেরামতের কাজ শুরু করে দেয়। স্থানীয়দের দাবি সম্পূর্ণভাবে ওই এলাকাটিকে সুরক্ষিত করে তুলুক জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পৌরসভা।