সংবাদদাতা,আসানসোলঃ- রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের কাছে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রাশিল্পীদের বাস। যদিও দুর্ঘটনার জেরে কেউ হতাহত হয়নি। তবে একটি গাড়িকে ধাক্কা মেরে ডিভাইডারে আটকে পড়ে যাত্রা শিল্পীদের বাস। ঘটনার খবর পেয়ে রানীগঞ্জের ট্রাফিক পুলিশ ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও বাসের যাত্রী অর্থাৎ যাত্রা শিল্পীদের উদ্ধার করে। অন্যদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক ওই বাসের চালক।
জানা গেছে একটি মোষ জাতীয় সড়কে এসে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান একটি মোষ বাঁশড়া অভিমুখ থেকে গ্লাস ফ্যাক্টরি অভিমুখে যাচ্ছিল। সেই সময় একটি ট্রাক মোষটিকে ধাক্কা মারে। অন্যদিকে বিষয়টি লক্ষ্যে করে ওই ট্রাকের পিছনে থাকা একটি বলেরো গাড়িগতি কমিয়ে দেয়। যার জেরে ওই গাড়ির পিছনে থাকে যাত্রা শিল্পীদের বাসটি বলেরো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে।
জানা গেছে ওই যাত্রা শিল্পীরা মেদিনীপুরে পালা করে বীরভূমের খয়রাশোলে যাচ্ছিলেন আজ রাতে পালা করার জন্য। অন্যদিকে যে বোলেরো গাড়িটিতে যাত্রা শিল্পীদের বাস ধাক্কা মারে সেই গাড়িতে বেসরকারি সংস্থা শ্যামসেলের এক আধিকারিক ছিলেন। তার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়।