সংবাদদাতা,পান্ডবেশ্বরঃ- স্কুলের চাপা কল থেকে জলের বদলে বের হচ্ছে ঝাঁঝালো গ্যাস । ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াল পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ বিধানসভার খান্দ্রা পঞ্চায়েতের দীঘির বাগান এলাকার আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে । স্থানীয় সূত্রে জানা গেছে বিদ্যালয়ের আশেপাশের এলাকা ধসপ্রবন। এছাড়াও বর্তমানে বিদ্যালয়টির মেরামতির কাজ চলছে। এরই মধ্যে শুক্রবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন বিদ্যালয়ের চাপা কল থেকে জলের বদলে বের হচ্ছে ঝাঁঝালো গ্যাস । ঘটনার খবর চাউর হতেই বিদ্যালয় চত্বরে কৌতুহলি মানুষজন ভিড় জমান। ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ঘটনারস্থলে পৌঁছন ইসিএলের আধিকারিকরা এবং অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ । ঘটনাস্থল পরিদর্শন করে এলাকা সিল করে দেয় পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছন শংকরপুর ওসিপির এজেন্ট পঙ্কজ কুমার বর্মাও। তিনি বলেন, গ্যাসটি কি ধরনের গ্যাস তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা ইসিএলের বিজ্ঞানীদের কাছে গবেষণার জন্য পাঠানো হবে।