eaibanglai
Homeএই বাংলায়দশমীর রাতে নগদ ও সোনার গয়না চুরি

দশমীর রাতে নগদ ও সোনার গয়না চুরি

সংবাদদাতা,আসানসোলঃ- দশমীর রাতে কয়েক ঘণ্টার জন্য পরিবারের সকলকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। আর সেই সুযোগে বাড়ির তালা ভেঙে নগদ ও সোনার গয়না চুরি করে চম্পট দিল চোরের দল। ঘটনা রানীগঞ্জের ঝাঁটিডাঙ্গা অঞ্চলের।

জানা গেছে গতকাল সন্ধ্যায় পরিবারের সকলকে নিয়ে দুর্গাপুরে ঠাকুর দেখতে গিয়েছিলেন রানীগঞ্জের ঝাঁটিডাঙ্গার বাসিন্দা রঞ্জিত সাহা। পেশায় তিনি ফুচকা বিক্রেতা। রঞ্জিতবাবু জানান প্রতিবারই দুর্গাপুজোর সময় স্ত্রী ছেলেমেয়েদের নিয়ে দুর্গাপুরে ঠাকুর দেখতে যান। এবারও গতকাল বিকেলে বাড়িতে তালা দিয়ে পরিবারের সকলে মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। রাত একটা নাগাদ বাড়ি ফিরে দেখেন সদর দরজার তালা ভাঙা। বাড়ির ভিতরে আলমারি খোলা ও সমস্ত জিনিসপত্র ওলটপাটল। সঞ্জয়বাবু জানান মেয়ের বিয়ের জন্য প্রায় ৫ ভরি সোনার গয়না রাখা ছিল আলমারিতে। এছাড়া নগদ ১৫হাজার টাকা ছিল। সবই খোয়া গেছে।

বিষয়টি থানায় জানানোর পর রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও ঘটনার তদন্ত শুরু করে। অন্যদিকে ঘন জনবসতি এলাকায় এই দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments