সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রানিগঞ্জে ৬০ নম্বর জাতীয় সড়কে দুটি দশ চাকা ট্রাকের মুখোমুখি সংর্ঘর্ষে গুরুতর জখম হলেন দুই ট্রাকের চালক। আহত অবস্থায় চালকেরা আটকে পড়েন ট্রাকের কেবিনে। দীর্ঘ প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়। দুর্ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়।
জানা গেছে একটি ট্রাকের মধ্যে লোহা বোঝাই ছিলো। যেটি রানিগঞ্জ থেকে জামুড়িয়ার দিকে যাচ্ছিলো। অন্য ট্রাকটি কয়লা নিয়ে জামুরিয়া থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল। রানিগঞ্জ থানার ইসিএলের কুনুস্তোরিয়াপ কোলিয়ারির ৩ নম্বর পিটের কাছে জাতীয় সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে দুই ট্রাকের চালক কেবিনের মধ্যে আটকে পড়েন । খবর পেয়ে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি ও রানিগঞ্জ ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহত চালকদের উদ্ধার করতে তৎপর হয় পুলিশ। পুলিশের বিশাল বাহিনীকে নামানো হয় উদ্ধারের কাজ। গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয় কেবিনের অংশ। টেনে বার করা হয় কেবিনটিকে এবং হাইড্রোলিক ক্রেন দিয়ে উদ্ধার করা হয় চালকদেরকে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আহত চালকদের উদ্ধার করা হয় এবং আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে দুর্ঘটনার পর জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বাহিনী জাতীয় সড়কে আটকে থাকা দুটি পণ্যবাহী ট্রাককে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, দৃশ্যমানতার অভাব ও সংকীর্ণ রাস্তার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।