সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- উচ্চ ক্ষমতা সম্পন্ন ১১ হাজার ভোল্টের হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক গ্যারাজ মেকানিকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার মঙ্গলপুর শিল্প তালুক লাগোয়া বাঁশরা এলাকায়। মৃত ব্যক্তি রানিগঞ্জ থানার মাজার শরিফের শহীদ নগরের বাসিন্দা, নাম মহঃ আলতামাস (২০)।
গ্যারাজের মালিক মহঃ নাসিম জানান, মহঃ আলতামাস দীর্ঘদিন ধরেই তাঁর গ্যারাজে মেকানিক হিসবে কাজ করতেন। বুধবার সকালে সে গ্যারাজের ছাদে উঠে নর্দমা সাফাইয়ের জন্য লোহার একটি পাইপ নামাচ্ছিলো। সেই সময় তার হাতে থাকা লোহার পাইপটি অসাবধানতাবশতঃ উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে চলে আসে এবং মুহূর্তের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশেপাশের লোকজন ও গ্যারাজের কর্মীরা ছুটে যান এবং দেখেন মহঃ আলতামাস অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে
মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করে। যদিও উচ্চ ক্ষমতা সম্পন্ন ওই হাইটেনশন বিদ্যুৎ তারের নিচে বিপজ্জনকভাবে কিভাবে ওই গ্যারাজ চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।





