সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দামোদরের চরে গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের চেলোদ এলাকার। মৃত বধূর নাম সুস্মিতা মালাকার (৩২)।
জানা গেছে রানীগঞ্জের চাপুই গ্রামের মন্ডল পাড়ার বাসিন্দা সুস্মিতাদেবী গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। তাঁর স্বামী পেশায় গাড়ি চালক রানীগঞ্জের থানার নিমচা পুলিশ ফাঁড়িতে ওইদিন রাতে নিখোঁজ ডায়েরিও করেন। এরই মধ্যে রবিবার সকালে রানীগঞ্জ থানার অন্তর্গত নিমচা ফাড়ির, বাবলা ডাঙ্গা ও খয়ের ডাঙ্গার স্থানীয় বাসিন্দারা নদীতে স্নান করতে গিয়ে মহিলার দেহ দেখতে পান ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিমচা ফাঁড়ির পুলিশ। কিন্তু এলাকাটি বাঁকুড়া জেলার শালতোড়া থানার মধ্যে থাকায় ওই থানার পুলিশকে খবর দেওয়া হয়। শালতোড়া থানার পুলিশ নৌকা নিয়ে এলাকায় পৌঁছয় ও দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
অন্য়দিকে খবর পেয়ে এলাকায় পৌঁছয় মৃতা বধূর স্বামী মিন্টু মালাকার ও দেহ শনাক্ত করেন। জানা গেছে বছর ছয়েক আগে মিন্টু ও সুস্মিতার বিয়ে হয়েছিল। তাদের পাঁচ বছরের একটি পুত্র সন্তানও রয়েছে।





