eaibanglai
Homeএই বাংলায়রানীগঞ্জ শহরকে মুড়ে ফেলা হলো সিসিটিভি ক্যামেরায়

রানীগঞ্জ শহরকে মুড়ে ফেলা হলো সিসিটিভি ক্যামেরায়

সংবাদদাতা, আসানসোল -: শহরের নিরাপত্তা, ব্যস্ততম এলাকাগুলিকে সুরক্ষিত রাখা, আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সমগ্র রানীগঞ্জ শহরকে ১৩০ টি সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হলো। রাণীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জ্জী ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ফিতে কেটে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।

সিসিটিভি বসানোর জন্য বিধায়ক তার উন্নয়ন তহবিল খাত থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করেন। পাশাপাশি পুলিশ প্রশাসনও উদ্যোগ নেয়। এছাড়া রাণীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন।

জানা যাচ্ছে ক্যামেরাগুলিকে নজরদারির জন্য বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে।সিসিটিভি ফুটেজ রানীগঞ্জ থানা ছাড়াও পুলিশ কমিশনারেটের দপ্তরের সঙ্গে সঙ্গে নবান্নের দপ্তরেও পৌঁছে যাবে। ফলে খুব দ্রুত পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং উদ্ভুত সমস্যার সমাধান করা সম্ভব হবে।

প্রশাসনের এই ভূমিকায় এলাকাবাসী খুব খুশি। তারা মনে করেন এরফলে এলাকায় অপরাধ অনেক কমবে এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে পারবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments