সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– রাজ্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগ নতুন নয়। কিন্তু তোলা না দেওয়ায় কর্তব্যরত পুলিশ অফিসারের সামনেই ট্রাক চালককে মারধরের চেষ্টা সিভিক ভলান্টিয়ারের ! রানিগঞ্জের ১৯ নম্বর জাতীয় সড়কে রানিসায়ের মোড়ে কাছে মারমুখী এমনই এক সিভিক ভলান্টিয়ারের ভিডিও সম্প্রতি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যার পরই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
জানা গেছে, গত শনিবার রাতে ট্রাক নিয়ে যাচ্ছিলেন কালনার বাসিন্দা দীপঙ্কর পাত্র। অভিযোগ, সেই ট্রাক দাঁড় করিয়ে চালকের কাছে টাকা দাবি করেন রানিগঞ্জের সিভিক ভলান্টিয়ার সোমনাথ মণ্ডল। তার দাবি, মতো ট্রাক চালক টাকা দিতে রাজি না হওয়ায় সিভিক ভলান্টিয়ার মারমুখী হয়ে চালকের দিকে তেড়ে যায়। চালক তখন চিৎকার করে সেখানে কর্তব্যরত পুলিশ অফিসারকে ঘটনার কথা জানান। গোটা বিষয়টি অন্যদিকে যাচ্ছে বুঝতে পেরে ওই পুলিশ অফিসার ও অন্য সিভিক ভলেন্টিয়াররা এগিয়ে যান ও সিভিক সোমনাথকে সেখান থেকে সরিয়ে নিনে যান। অন্যদিকে এই পুরো বিষয়টি মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং করে নেন চালক। পরে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় পুলিশ মহলে। এরপরই তড়িঘড়ি পদক্ষেপ নেয় পুলিশ। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে কাজ থেকে বসিয়ে দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ( ট্রাফিক) পিভিজি সতীশ ।
পাশাপাশি ওই ভাইরাল হওয়া ভিডিও পরীক্ষা করে দেখা হবে। তদন্তে তার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।





