সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– তিন দিন ধরে নিখোঁজ থাকার পর নিজের চেম্বার থেকে এক হোমিওপ্যাথি চিকিৎসকের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার হল রানীগঞ্জে। মৃত চিকিৎসকের নাম লালমোহন খাঁ (৫৪)। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
রানিগঞ্জের তারবাংলা রাজ পাড়ার বাসিন্দা ছিলেন লালমোহন খাঁ। তাঁর স্ত্রী একজন আইসিডিএস কর্মী। রানীগঞ্জেরই ডাঃ এম এন ঘোষ রোডের মাজার শরিফ আজাদ নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে চেম্বার চালাতেন ওই হোমিওপ্যাথি চিকিৎসক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,তাঁর পসার ভালই ছিল। সকাল-বিকেল রোগীর ভিড় লেগে থাকত চেম্বারের বাইরে। কিন্তু গত কয়েক দিন ধরে ওই চেম্বার বন্ধ ছিল। ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এরই মধ্যে চেম্বার সংলগ্ন এলাকা থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশকে খবর দেন স্থানীয়রা। রানীগঞ্জ থানার পুলিশ চেম্বারের শাটার ভেঙে ভেতরে চিকিৎসকের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়।
অন্যদিকে চিকিৎসকের স্ত্রী জানান গত মঙ্গলবার সকালে কাজে বেরচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
অন্যদিকে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, কোন কারণে চিকিৎসক মানসিক অবসাদে ভুগছিলেন। যে কারণে তিনি আত্মঘাতি হয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।