সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নামী কোম্পানির নকল সরষের তেল তৈরির অভিযোগে তেল মিলে হানা পুলিশের। বাজেয়াপ্ত ১০২ টিন তেল। ঘটনা আসানসোলের রানিগঞ্জ থানার গীর্জা পাড়া এলাকার।
জানা গেছে একটি নামী কোম্পানির লোগো ব্যবহার করে নকল সরষের তেল তৈরি করে খোলা বাজারে সরবরাহ করার অভিযোগ পেয়ে শুক্রবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ কোম্পানির লিগাল টিমকে সঙ্গে নিয়ে গীর্জা পাড়ার ওই তেল মিলে হানা দেয়। মিলে ওই কোম্পানির দুটি ব্র্যান্ডের তেলের টিনে নকল তেল ভরে রাখা হয়েছিল বলে অভিযোগ। ওই তেলের টিন বাজেয়াপ্ত করে পুলিশ।
প্রসঙ্গত সাধারণ ক্রেতাদের অনেকের কাছ থেকে তেলের মান নিয়ে অভিযোগ পেয়ে ওই কোম্পানির তরফে খোঁজখবর নেওয়া হয়। তাতে জানা যায় নকল তেল কোম্পানির লোগো লাগানো টিনে ভরে বাজারে বিক্রি করা হচ্ছে। এরপরই রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় ওই কোম্পানির তরফে। সেই অভিযোগের ভিত্তিতে রানিগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্তের নির্দেশে পুলিশের একটি দল রানীগঞ্জের তেল মিলে অভিযান চালায়।
পুলিশের তরফে জানানো হয়েছে বাজেয়াপ্ত করা তেল ল্যাবে পরীক্ষা করা হবে। তাতে যদি অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তাহলে তেল মিল মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

















