eaibanglai
Homeএই বাংলায়মাছের পেটিতে মাদক পাচারের চেষ্টা, উদ্ধার প্রায় ২ কুইন্ট্যাল গাঁজা

মাছের পেটিতে মাদক পাচারের চেষ্টা, উদ্ধার প্রায় ২ কুইন্ট্যাল গাঁজা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– মাছের পেটির আড়ালে গাঁজা পাচারের চেষ্টা রুখে দিল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ২ কুইন্টাল গাঁজা। আটক করা হয়েছে মাছের গাড়ির চালক ও তার সহযোগীকে। ঘটনা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের পঞ্জাবী মোড় এলাকার।

ঘটনা প্রসঙ্গে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর প্রায় সাড়ে চারটে নাগাদ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পঞ্জাবী মোড় ফাঁড়ির আইসি ইন্সপেক্টর রবীন্দ্রনাথ দলুই ও গোয়েন্দা বিভাগের এসিপি শান্তনু মুখার্জী পঞ্জাবী মোড় এলাকায় যৌখভাবে অভিযান চালায়। আর তাতেই মেলে সাফল্য। একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান আটক করে তল্লাশি শুরু করতেই চোখ কপালে ওঠে সকলের। বেলদা থেকে আসা ওই গাড়ির মধ্যে থাকা প্রায় ৪২ টি কন্টেনারে ওপরের বরফ সরিয়ে কন্টেনার গুলি খুলতেই মাছের বদলে বেরিয়ে আসে প্লাস্টিকের মোড়কে কেজি কেজি গাঁজা। ১৮০ কেজিরও বেশি পরিমাণ গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানা গেছে।

মাছ গাড়ির চালক বছর ১৯ এর অভিজিৎ সাঁই ও তার সহযোগী বছর কুড়ির শুভঙ্কর সিংহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে মেদিনীপুরের বেলদা থেকে বীরভূমের দুবরাজপুর নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের নাগাল পাওয়া চেষ্টা করছে পুলিশ। যদিও দুই যুবক দাবি করেছে ওই গাড়িতে যে গাঁজা ছিল তা তাদের জানা ছিল না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments